|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর গতকাল নরঘাট ক্যুইজ ফোরামের উদ্যোগে নরঘাট বাগডোবা জালপাই হাইস্কুলের অডিটোরিয়াম হলে আয়োজন করা হয়,বস্ত্র বিতরণ ও করোনা জয়ীদের সম্মান জ্ঞাপন। হলদিয়ার “কিনোটিভ”কোম্পানীর পক্ষ থেকে প্রায় ১৫০ জন দরিদ্র ও অসহায় মানুষকে বস্ত্র বিতরণ করা হয়৷এবং কোলাঘাট সামাজিক সেবা সমিতির ব্যবস্থাপনায় ১০ জন “করোনা যোদ্ধা” কে ফুল ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়।
উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডঃ সুজন কুমার বালা,নরঘাট বাগডোবা জালপাই হাইস্কুলের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ সামন্ত,কোলাঘাট সামাজিক সেবা সমিতির কর্ণধার আবিদার মল্লিক,শ্যামসুন্দরপুর হাইস্কুলের প্রধান শিক্ষক অরুণাংশু প্রধান,পরিবেশ কর্মী মধূসূদন পড়ুয়া,মতিলাল দাস,কামাল শেখ সহ অন্যান্য অতিথি বৃন্দ।নরঘাট ক্যুইজ ফোরামের সদস্য মহঃ শেখ আরেফুল জানায় লকডাউন পিরিয়ডে ওই সংস্থা বাড়ি বাড়ি ঘুরে অসহায় পরিবারের হাতে খাবার তুলে দিয়েছে।এছাড়া সারা বছর বৃক্ষরোপণ সহ নানা সামাজিক কাজ করে থাকে।