ভারপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে উঠা অভিযোগ ভিত্তিহীন বললেন আধিকারিকরা, শুরু হলো বিতরণ

নাজিম আক্তার, নতুন গতি, হরিশ্চন্দ্রপুর: শিক্ষক নিয়োগে অনিয়ম ও মিড ডে মিলে দুর্নীতি সহ একাধিক দাবি তুলে শুক্রবার অভিভাবকেরা হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের নব নিযুক্ত ভারপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলামকে ঘিরে গণ আন্দোলন করেন। এদিন সরকারি নির্দেশে শিক্ষক নুরুল ইসলাম স্কুলে পড়ুয়াদের মিড ডে মিলের চাল, ডাল ও আলু দিতে আসলে অভিভাবকেরা তাঁকে স্কুলে ঢুকতে বাধা দেয়। অন্য গেট দিয়ে ক্লাসে ঢুকলে বাইরে থেকে তালা মেরে দেওয়ারও অভিযোগ উঠে অভিভাবকদের বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে নুরুল বাবুকে বিক্ষোভকারীদের হাত থেকে রক্ষা করেন। শিক্ষকে হেনস্থার অভিযোগ পেতেই শনিবার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকে প্রশাসনিক বৈঠক বসে। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর- ১ নং ব্লকের বিডিও অনির্বাণ বসু, আইসি সঞ্জয় কুমার দাস, অবর বিদ্যালয় পরিদর্শন শর্মিলা ঘোষ ও ভার প্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম।শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে উঠা অভিযোগগুলিক ভিত্তিহীন বলেন আধিকারিকগণ।প্রশাসনের নির্দেশে আজ থেকে মিড ডে মিলের চাল, আলু ও ডাল বিতরণ শুরু করেন নুরুল বাবু।