|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: রবিবার সকালে স্বেচ্ছাসেবী সংস্থা “ধর্মা পশ্চিম মেদিনীপুর পান্থপাদপ সোসাইটি”র পক্ষ থেকে পুস্তক বিতরণের প্রথম পর্বে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান,কলা ও বাণিজ্য বিভাগের ২৭ জন ছাত্রছাত্রীর হাতে পুস্তক তুলে দেওয়া হলো মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির চকের কাছে অবস্থিত পুস্তক ভবন থেকে। এই ছাত্র-ছাত্রীদের একাদশ শ্রেণীতেও সংস্থার পক্ষ থেকে পুস্তক তুলে দেওয়া হয়েছিল।প্রতিবার এই পূস্তক পদান কে কেন্দ্র করে ছোট অনুষ্ঠান হতো, কিন্তু এবার সেভাবে কোন অনুষ্ঠান না করেই পুস্তক প্রদান করা হলো। কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় পর্বে আরও জনা দশেক ছাত্র-ছাত্রীর হাতে প্রয়োজনীয় বই দেওয়া হবে।
এদিনের কর্মসূচিতে সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সুশান্ত কুমার ঘোষ, দেবব্রত দত্ত,সরোজ মান্না, সুদীপ কুমার খাঁড়া, দিব্যেন্দু সাহা, সন্দীপ জানা, তরুণ শ্যামল, অভিষেক জানা প্রমুখ। উল্লেখ্য করোনার সংকটকালে সংস্থার পক্ষ থেকে জেলার গোয়ালতোড়, খড়্গপুর গ্রামীণ,সবং, মেদিনীপুর সদরের বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক প্রান্তিক মানুষের হাতে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।