|
---|
খান আরশাদ, রাজনগর – কোভিডের দ্বিতীয় ঢেউকে রুখতে রাজনগর গ্রামীণ হাসপাতালে কিছু কোভিড মোকাবিলার সামগ্রী তুলে দেওয়া হল স্বেচ্ছাসেবী সংস্থার তরফে। ইতালির স্বেচ্ছাসেবী সংস্থা মিসোনে কালকাটা অনলুসের আর্থিক সহায়তায় ও রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বীরভূমের রাজনগর গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষকে বেশকিছু N-95 মাস্ক , কয়েক লিটার স্যানিটাইজার, থার্মোমিটার, অক্সিজেন মাস্ক, ৩০টি পিপি কিট তুলে দেওয়া হলো। মিসোনে ক্যালকাটা অনলুসের ভারতীয় ম্যানেজিং ডিরেক্টর তথা রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্ণধার রাখী ব্যানার্জি হাসপাতালের BMOH ডক্টর কুমারেশ ঘোষ কে এসব সামগ্রী তুলে দেন। ডক্টর কুমারেশ ঘোষ এইসব সামগ্রী পেয়ে ধন্যবাদ জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থাকে। উপস্থিত ছিলেন BMOH ডক্টর কুমারেশ ঘোষ, রাজনগর হাসপাতালের স্বাস্থ্যকর্মী তনময় মন্ডল ও শৈলেন মন্ডল। রিওয়ার্ড এর পক্ষে উপস্থিত ছিলেন কর্ণাধার রাখী ব্যানার্জি সহ রাজু রায়, এমেল হেমরম ও খান আরশাদ।