|
---|
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- গত ২০২১ খ্রিস্টাব্দের জুন মাসে বীরভূম জেলার রাজনগর ব্লকের ভবানীপুর অঞ্চলস্থ মুরাদগঞ্জ গ্রামের বাসিন্দা বাসুদেব রায় ও তার পুত্র সুভাষ রায় করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন। শুক্রবার মুরাদগঞ্জ গ্রামে তাদের স্মরণসভার আয়োজন করা হয়।
এই উপলক্ষে প্রয়াতদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন এবং এক মিনিট নীরবতা পালন করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় ।এদিন স্মরণসভার মঞ্চ থেকে এলাকার আড়াইশো জন দুস্থ মানুষদের কম্বল বিতরণ করা হয় রায় পরিবারের তরফে। উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, সমাজসেবী রানা প্রতাপ রায়, সজল গড়াই, রায় পরিবারের তরফে উপস্থিত ছিলেন রাজু রায় সহ অন্যান্যরা।