ঝাড়গ্রাম জেলার গ্রামে মেদিনীপুর সোশ্যাল ফেয়ার ফোরামের বস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম….. ঝাড়গ্রাম জেলার  বেনাশুলি ও পাশাপাশি গ্রামের দরিদ্র গ্রামবাসীদের জন্য  একটি বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো মেদিনীপুর  ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে। ঝাড়গ্রামের স্বামী বিবেকানন্দ যুব মহামন্ডল পক্ষ থেকে এ কাজে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়।  স্বামীজির ভাবাদর্শে চালিত হয়ে  চাকরি থেকে অবসরের পর পরিশ্রম ও আর্থিক  সহায়তার মাধ্যমে  ঠাকুর ও স্বামীজির ‘শিব জ্ঞানে জীব সেবার’ আদর্শে উদ্বুদ্ধ হয়ে নিয়মিত সমাজ কল্যাণমূলক কাজ করছেন মেদিনীপুর  ওয়েলফেয়ার ফোরামের প্রবীণ সদস্যরা।

    সারাবছরই এই প্রবীণ যুবকেরা কখনো এককভাবে বা কখনো অন্য সমমনস্ক ক্লাব বা সংস্থার সাথে যুক্ত হয়ে বিভিন্ন সমাজকল্যণমূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।

    এদিনের অনুষ্ঠানের শুরুতে  অখিলভারত বিবেকানন্দ যুবমন্ডলের টক্ষে সহদেব শীট স্বামীজির স্বদেশমন্ত্র  পাঠ করান।অনুষ্ঠানে বক্তব্য রাখেন অখিলভারত বিবেকানন্দ যুবমন্ডলের ঝাড়গ্রাম শাখার সভাপতি অমৃত কুমার নন্দী, সম্পাদক সহদেব শীট, মেদিনীপুর সোশ্যাল ওয়েলফোরাম সোশাইটির সভাপতি সত্যব্রত রায়, সম্পাদক নিত্যানন্দ পন্ডা প্রমুখ।সবার বক্তব্যে উঠে আসে স্বামীজির জীব সেবার বিষয়টি। মানব সেবাই ঈশ্বর সেবা।
    কাপড় ও অন্যান্য বস্ত্রবিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শতাধিক গ্রামবাসী। নতুন জামাকাপড় পেয়ে বেনাশুলি ,বড়শোল, সরাকাটা, কেন্দাশুলি হেতাশুলি  মড়াশোল, ঘড়াম, কাপগাড়ি গ্রামবাসীদের  সকলেই খুশি।  খুশির সেই হাসির দেখা মিলল সবিতা মাহাতো, নন্দলাল বাস্কে, ভারতী মাহাতো জবা শবর, শিউলি শবর, বলরাম শবর, শিবরাম শবর, তুফান মাহাতোদের মুখে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিলভারত বিবেকানন্দ যুবমন্ডলের ঝাড়গ্রাম শাখার সভাপতি ঝাড়গ্রামের ননীবালা হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা বিশিষ্ট লেখক  অমৃত কুমার নন্দী ও স্থানীয় শিক্ষক শিক্ষিকারা। জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামে এরকম কল্যাণমূলক অনুষ্ঠানের জন্য তাঁরা ঝাড়গ্রাম জেলাবাসীর পক্ষে অভিনন্দন জানান উদ্যোক্তাদের।