|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- দূর্গা পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। আর তার আগেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় ও যুব নেতা আলমগীর মোল্লার নেতৃত্বে চাঁদা গ্রামে দুঃস্থ পুরুষ ও মহিলাদের হাতে পুজোর উপহার স্বরুপ নতুন শাড়ি ও পোষাক তুলে দেওয়া হয়। যুব নেতা আলমগীর মোল্লার পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর পুজোর আগেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সকল অসহায় মানুষদের মধ্যে বস্ত্র উপহার দেওয়া হয়। সেমত এবছরও সকল জায়গায় পাশাপাশি বাসুল্ডাঙ্গা অঞ্চল চাঁদা গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। পুজোর আগে নতুন বস্ত্র পেয়ে বেজায় খুশি এলাকার অসহায় নারী ও পুরুষ।