মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ডাকবাংলার হাউসনগরে প্রতিবন্ধীদের বস্ত্র বিতরণ

নতুন গতি ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ডাকবাংলার হাউসনগরে ৩ডিসেম্বর বৃহস্পতিবার, বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে হাউসনগর প্রতিবন্ধী উন্নয়ন সমিতির পরিচালনায় বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এদিন প্রতিবন্ধীদের শীত বস্ত্র বিতরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ ব্লক এর বিডিও চন্দ্র কৃষ্ণ মুন্ডা,কবি মোহাম্মদ তোহা
    সাহিত্যিক নিতাই মালাকর,শিক্ষক কল্যাণ মূর্খ প্রমুখ, আরও সমাজের বিশিষ্ট জন। এ ছাড়া অনুষ্ঠান পরিচালনা করেন লেখক, ও চিত্র পরিচালক দাউদ হোসেন এর পরিচালনায় “সাদা সমাজের কালো মানুষ” নাটক করা হয়।