|
---|
আরিফুল ইসলাম, হুগলী: পবিত্র রমজান শেষে খুশির ঈদে দুঃস্থ অসহায়দের মুখে হাসি ফুটিয়ে তুলতে ফুরফুরা শরীফের পীর আল্লামা হোসেন সিদ্দিকী হুজুরের মেজ সাহেবজাদা পীরজাদা মোনতাকিম সিদ্দিকীর প্রতিষ্ঠিত রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে, ফুরফুরা দরবার শরীফ থেকে দশ হাজার মানুষকে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২২ রমজান থেকে রাইজিং এর তরফ থেকে শুরু হয়েছে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান। ট্রাস্টের সভাপতি পীরজাদা মোয়াররেখীন সিদ্দিকীর নেতৃত্বে ট্রাস্টের বিভিন্ন শাখায় বস্ত্র পাঠিয়ে দেওয়া হয়। শনিবার দুপুরে পীর হোসেন সিদ্দিকী হুজুরের নির্দেশে নিজ বাস ভবনের সামনে থেকে কয়েক হাজার বাচ্চাদের নতুন জামা বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন, ফুরফুরা শরীফের পীর আল্লামা হোসেন সিদ্দিকী হুজুর, তার তিন পুত্র পীরজাদা মোসফেকিন সিদ্দিকী মোনতাকিম সিদ্দিকী ও মোয়াররেখখীন সিদ্দিকী, মাওঃ সেখ সেলিম, কাজী সামিউল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবমার সভাপতি আবু আফজাল জিন্না, সাংবাদিক সেখ আরিফুল ইসলাম, আতিউল্লাহ মল্লিক, কাজী সোহরাব, কাজী রাকিবুল, সৈয়দ তোফাজ্জল প্রমুখ।