সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে ঘাটাল বন্যা পীড়িত মানুষদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরন

নতুন গতি, ওয়েব ডেস্ক : প্রায় প্রতিবছর অতি বৃষ্টির ফলে ,শীলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় ঘাটাল । এবছর ও তাই হয়, ২ আগস্ট খবর আসে শীলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় ঘাটাল পৌরসভা । সেদিন থেকেই সমাজবন্ধুর ওয়েলফেয়ার সোসাইটি পরিকল্পনা শুরু হয়। এবং শীঘ্রই ঘাটালের বন্যা পীড়িত মানুষের কাছে কিছু সাহায্য পৌঁছে দেওয়া হয় । ১৫ ই অগাস্ট “পিন্ড অফ পিস ফাউন্ডেশন ” ও “সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি” এবং “মিরর অফ আইডেন্টিটি ” ও হোপ ফাউন্ডেশনের যৌথ উদ্দ্যেগে ঘাটালের পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এর প্রায় ১১ টি গ্রামের ২৫০ এর অধিক বন্যা পীড়িত পরিবারের কাছে তারা সাহায্য পৌঁছে দেয় ।

    ভাগীরাথপুর ফুটবল মাঠ এবং চকলছিপুর হাই মাদ্রাসা তে তাদের খাদ্য দ্রব্য বিতরণ সভা অনুষ্ঠিত হয় । । তার সাথে সাথে ঘাটালের বন্যা রুখতে সরকার যাতে কোনো সুপরিকল্পিত সমাধানের ব্যাবস্থা করে ,এই আবেদন রাখেন তারা ।

    এছাড়াও তাদের সহযোগিতায় যারা হাত বাড়িয়ে দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানায় সোসাইটি।”সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির” মূল উদ্যোক্তা শাহিন মন্ডল ও নাফিসা বেগম জানান যে, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলো “পিন্ড অফ পিস ফাউন্ডেশন ” থেকে শেখ সেনজারুল হক, মুহাম্মদ আরমান, শেখ মেহতাব আহমেদ ও সানজুর রহমান। এবং মিরর অফ আইডেন্টিটি থেকে ৭ জন উপস্থিত ছিলো।