লকডাউনে বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে শালবীথির উদ্যোগে দুঃস্থদের মধ্যে খাদ্য ও মাস্ক বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর* * লকডাউনের দিনে অসহায় ও আর্থিক দিক দুর্বল মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো শালবীথি। পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩০ তম প্রয়াণ দিবসে মেদিনীপুরের শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনর পক্ষ থেকে প্রতিনিধিত্ব মূলক ভাবে এল আই মোড়ে বিদ্যাসাগর মূতির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পাশাপাশি এই বিশেষ দিন উপলক্ষ্যে এবং জুলাই মাসের শেষ লক ডাউনের দিন বুধবারে শালবীথি’র পক্ষ থেকে মেদিনীপুর শহর জুড়ে দুস্থ ,গরিব,ভবঘুরে,পথের ধারের বাসিন্দা প্রায় ৭০ জন ব্যক্তির হাতে সকালের টিফিন ও প্রত্যেকের হাতে মাস্ক তুলে দেওয়া হয় । শালবীথি’র পক্ষে সম্পাদিকা রীতা বেরা ও সদস‍্যা নন্দিতা দে গোটা কর্মসূচিতে নেতৃত্ব দেন।করৃমসূচি রূপায়ণে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিশিষ্ট সমাজসেবী গোপাল সাহা , রঞ্জিত দাস এবং সৌভিক সাউ।

    এই কাজে শালবীথিকে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন সমাজসেবী বরুণ বিকাশ দে (ছোটু দা)। শালবীথি পরিবারের সভাপতি পাঞ্চালি চক্রবর্তী ,পারমিতা সাউ, রাজশ্রী মন্ডল, সুদীপ্তা দে ,রত্না দে, মৃদুলা ভূঁইয়া ,সবিতা মিত্র ঝুমঝুমি চক্রবর্তী ,কৃষ্ণা রায় ,সুস্মিতা পাল, কাকলি জানা ,সোনালী জানা, মৈথিলী ঘোষরা লকডাউনের কারণে এদিন সশরীরে উপস্থিত থাকতে না পারলেও এই কর্মসূচি রূপায়ণে সমস্ত রকম সহযোগিতা করেছেন। কেবলমাত্র মহিলাদের পরিচালনাঢ় নবগঠিত এই সংস্থার পক্ষ থেকে এই কাজে পুলিশ প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়েছে।