|
---|
কোচবিহার : সম্প্রতি কোচবিহার এর বিভিন্ন জায়গায় ঘূর্নি ঝড়ের ফলে বেশ কিছু জায়গায় ক্ষতি গ্রস্থ হয়। প্রবল ঝড়ে অনেকের ঘর বাড়ির চালি উড়ে যায় । নিঃস্ব হয়ে যায় বেশ কিছু পরিবার , এই পরিস্থিতে অসহায় মানুষদের সাহায্যার্থে পৌঁছে যায় সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি এক অরাজনৈতিক সংস্থা । ঘটনাস্থল থেকে সংস্থার এক সক্রিয় সদস্য জাহিদ এর কাছ থেকে পুরো বিষয় টা জানতে পেরে এগিয়ে আসে তারা এবং তাদের পাশে দাঁড়ায়।
জানা যায় , দুধেরকুটি, দেওয়ান বস এবং মোয়ামারি গ্রামের নদীর পারে বসবাসকারী প্রায় একশো এর বেশি অসহায় পরিবারের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়। এদিন সংস্ত্থআর পক্ক্ষ থেকে জাহিদ ও তাদের পুরো টিম আমির, সাব্বির, মিজানুর, সাদ্দাম, আব্দুল রা মানুুুুষের দুয়ারে গিয়ে পৌঁছে দেয় খাদ্য সামগ্রী । তারা পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে সম্পন্ন করেন । এছাড়াও এই সেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সাহিন মন্ডল ও নাফিসা জানান যে, আমরা সারাবছর এরকম সমাজসেবা মূলক কাজ করি। আমরা সর্বদা ছুটে যায় অসহায় মানুষদের পাশে থাকার জন্য। আগামীতে সমাজবন্ধু আরও অনেক সমাজসেবা মূলক কাজ করব।