BARBIQUE NATN এর সহযোগিতায় দীপাবলি ও ধনতেরাস উপলক্ষ্যে সমাজের 200 টি বাচ্চার মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করা হলো

নিজস্ব সংবাদদাতা : প্রয়াসের আজ শিলিগুড়ির খালপাড়াতে উদ্যোগে একটি প্রয়াসের ও BARBIQUE NATN এর সহযোগিতায় আসন্ন দীপাবলি ও ধনতেরাস উপলক্ষ্যে সমাজের পিছিয়ে পড়া বিশেষ সম্প্রদায়ের 200 টি বাচ্চার মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করা হলো।যে সব বাচ্চারা অন্যান্য বাচ্চাদের মত রেস্টুরেন্ট এ বসে খাবার আনন্দ ও স্বাদ উপভোগ করতে পারে না।তাদের জন্যই এই আয়োজন বলে জানান অন্যতম উদ্যেক্তা তনিমা ঘোষ। এছাড়াও দীপাবলি উপলক্ষে তাদের হাতে মাটির প্রদীপ তুলে দেওয়া হয়।এদিন এই অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম ছিল প্রচুর। এদিন অন্যতম উদ্যেক্তা তনিমা ঘোষ জানালেন সবারই ইচ্ছে করে জীবনের আনন্দ উপভোগ করতে। আর একটি প্রয়াস সবসময় তাদের পাশেই থাকে। এই সব ছোট ছোট শিশুরা জীবনের আনন্দ থেকে অনেকটাই দুরে। তাই ওরা যাতে একটা দিনও হাসিমুখে থাকে তবেই আমাদের উদ্দেশ্য সফল হবে। আর একটি প্রয়াসের প্রয়াস চলতেই থাকবে। আজ ওরা যে আনন্দ পেল সেটাই আমাদের কাছে অনেক। আমরা চেষ্টা করব ভবিষ্যতে যাতে ওদের পাশে আরো বেশীকরে থাকতে পারা যায়। এদিন বেশীরভাগ শিশুদের মধ্যে উৎসাহের অন্ত ছিল না। উপহার পেয়ে তারাও যথেষ্ট খুশী তা তাদের চেহারার মধ্যে দেখা গেল।