|
---|
নিজস্ব সংবাদদাতা, দাঁতন : করোনা পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছেন রেড ভলান্টিয়াররা। বৃহস্পতিবার সিপিআইএম খড়্গপুর শহর পূর্ব এরিয়া কমিটির রেড ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে দাঁতন রেড ভলান্টিয়ারদের সহযোগিতায় দাঁতন ১ ব্লকের জয়পুরা গ্রামে তিন শতাধিক দুঃস্থ মানুষের মধ্যে রান্না করা খাদ্য পরিবেশন করা হয়।এই কাজে সাথে ছিলেন খড়্গপুর দক্ষিণের রেড ভলান্টিয়াররাও। দাঁতনের রেড ভলেন্টিয়ার্সের সহযোগিতায় এই কর্মসূচি রূপায়িত হয়। আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও উপস্থিত সকলের সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খল ভাবেই খাদ্য পরিবেশিত হয়। খড়্গপুর শহর থেকে রেড ভলেন্টিয়ার্সের ২১ জনের একটি টীম দাঁতন পৌছালে দাঁতন রেড ভলেন্টিয়ার্সের টীম এই টীম যুক্ত হয়। খড়্গপুর থেকে এই টীমে নেতৃত্ব দেন সিপিআইএম নেতা সবুজ ঘোড়াই,অমিতাভ দাস, সিদ্ধার্থ সেনগুপ্ত, সুশান্ত খান প্রমুখ।
এই কাজে সহযোগিতা করেন দাঁতনের সিপিআইএম নেতৃত্ব রামচন্দ্র রাউল, সন্দীপ রায়,শরৎ দাস,রাধাশ্যাম গিরি,আশীষ সাউসহ দাঁতন সিপিআইএমের অন্যান্য নেতৃবৃন্দ ও দাঁতনের রেড ভলান্টিয়ার্স টিমের সদস্যরা।