সমাজসেবী পার্বতী শংকর ব্যানার্জীর স্মৃতিতে শিশু-কিশোরদের মধ্যে দুপুরের খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: সদ্য প্রয়াত পার্বতী শংকর ব্যানার্জির স্মৃতিতে তাঁর পরিবার বর্গের উদ্যোগে নানা সমাজসেবা মূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।তার অঙ্গ হিসেবে রবিবার তাঁর পরিবারের উদ্যোগে এবং মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় মেদিনীপুর শহর সংলগ্ন তলকুই জুনিয়র হাইস্কুল ক্যাম্পাসে কিছুটা আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা শিশু-কিশোরদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়।

    এদিনের কর্মসূচিতে শতাধিক শিশু-কিশোর দুপুরের খাবার গ্রহণ করে। এদিনের কর্মসূচিতে ব্যানার্জি পরিবারের পক্ষ থেকে প্রয়াত পার্বতী শঙ্কর ব্যানার্জির সহধর্মিণী গোপা ব্যানার্জি,ব্যানার্জী পরিবারের শুভানুধ্যায়ী তথা কাব্য ও কলা’র কর্ণধার চিত্তরঞ্জন দাস ও তার পরিবার উপস্থিত ছিলেন। কুইজ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন সুভাষ জানা,আল্পনা দেবনাথ বসু, স্নেহাশিস চৌধুরী, অরিন্দম দাস, সুদীপ কুমার খাঁড়া,শবরী বসু, পায়েল পাল, নরসিংহ দাস, মণিকাঞ্চন রায়,স্বর্ণলতা বেরা, শুভ্রাংশু সামন্ত,শান্তনু ঘোষ,অন্তরা বসু প্রমুখ। এই কাজে সহযোগিতা করেন পার্বতী শংকর ব্যানার্জি ওয়েলফেয়ার সোসাইটি। উল্লেখ্য গত সেপ্টেম্বর মাসে জেলা পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের কর্মী পার্বতী শংকর ব্যানার্জি ৫৯ বছর বয়সে প্রয়াত হন।