|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: চেনা ছকের বাইরে গিয়ে গ্রামীণ এলাকার শিশুদের সাথে পালিত হলো জন্মদিনের অনুষ্ঠান। মেদিনীপুরের তোড়াপাড়া এলাকার বাসিন্দা শিক্ষক সেবাব্রত দে ও তাঁর স্ত্রী গৃহবধূ মৌবনী দে’র একমাত্র কন্যা বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী সুরাশার জন্মদিন ছিল বুধবার।
এই জন্মদিন উপলক্ষ্যে বাড়িতে সেভাবে উৎসব অনুষ্ঠান না করে দে’ পরিবারের উদ্যোগে ও ছত্রছায়া গ্রুপের সহযোগিতায় শালবনী ব্লকের চৈতা সংলগ্ন কৃষ্ণনগর গ্রামের প্রান্তিক পরিবারের কচিকাঁচাদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়। এই উপলক্ষ্যে কৃষ্ণনগর গ্রামে উপস্থিত ছিলেন সুরাশার বাবা শিক্ষক সেবাব্রত দে, গ্রামীণ চিকিৎসক ডাক্তার হারাধন দুয়ারি, ছত্রছায়ায় পক্ষে নুতন ঘোষ, দেবাশিস মন্ডল, সন্তোষ ভকত,অর্ণব দাস ,কৃষ্ণেন্দু দোলই ও শুভদীপ ডাঙ্গর প্রমুখ।