|
---|
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে এদিন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আঞ্চলিক অফিস থেকে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কশীট ও সার্টিফিকেট বিতরণ করা হলো বুধবার। এদিন সকাল থেকে জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকারা স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে নিজে নিজে বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মার্কশীট ও সার্টিফিকেট সংগ্রহ করেন। অফিসে ঢোকার আগে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের থার্মাল চেকিং করা হয় সেখানে এবং তাঁদের হাত স্যানিটাইজ করা হয়।