|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মোথাবাড়ি: যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাস্ক বিতরণ হল কালিয়াচকে। করোনা সংক্রমণরোধে পবিত্র রাখী পূর্ণিমার দিনে সোমবার মালদা জেলা তৃণমূল কংগ্রেস যুব সভাপতি প্রসেনজিত দাসের উদ্যোগে স্থানীয় যুবসভাপতি সারিউল ইসলামের ব্যবস্থাপনায় কালিয়াচক চৌরঙ্গীতে মাস্ক বিতরণ করা হয়। উদ্যোগতাদের দাবি, কালিয়াচক চৌরঙ্গী এলাকায় পথচারীদের প্রায় পাঁচ হাজার মাস্ক স্বাস্থ্য বিধি মেনে বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাস্ক বিতরণ করেন দল নেতারা। যুবসভাপতি সারিউল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান, জেলা পরিষদ সদস্য নিলুফার ইয়াসমিন, সংখ্যা লঘু সেলের ক্ষেতমজুর সংগঠনের কুরবান আলী, আবদুল লাহিল মামুন সহ যুব সদস্য অন্যান্যরা বাইট যুব সভাপতি সারিউল ইসলামের।