|
---|
সেখ রিয়াজ উদ্দিন, নতুন গতি, বীরভূম : আজ ১৭ সেপ্টেম্বর একদিকে বিশ্বকর্মা পূজা উদযাপন অন্যদিকে চলছে মহালয়া।আর সেই মহালয়ার দিনটাকে সামনে রেখে প্রতি বছর অসহায় মানুষের পাশে দাঁড়াতে নতুন পুরাতন বস্ত্র সহ পশু বিতরণ এবং আদিবাসী নৃত্য সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু করোনা আবহে এবছর সাংস্কৃতিক অনুষ্ঠান কাটছাঁট করে শুধু নিয়মরক্ষা পালন করতে উদ্যোক্তাদের পক্ষ থেকে নতুন পুরাতন বস্ত্র ও পশুসম্পদ বিতরণ করা হয়। আয়োজক বক্রেশ্বর প্রকৃতি জনজাগরন ট্রাস্টের উদ্যোগে।
প্রতিবছর মহালয়ার দিন বীরভূম জেলার সদাইপুর থানার কচুজোড় ফুটবল মাঠে সারাদিন ব্যাপী আদিবাসী নৃত্য পরিবেশন সহ চলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিমারি করোনা আবহে সরকারিভাবে ঘোষিত নির্দেশ কে মান্যতা দিয়ে এবার সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রেখে জৌলুস হীন ভাবে পালন করা হয়। এবার কোনো অনুষ্ঠান না থাকায় আগত ব্যাক্তিদের চোখে মুখে যেন করোনায় করুন দৃশ্যের ছাপ।
বক্রেশ্বর প্রকৃতি জনজাগরন ট্রাস্টের সম্পাদক তথা লোকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনোজ কুমার বিশ্বাস একান্ত সাক্ষাৎকারে জানান মহালয়া উপলক্ষে এলাকার অসহায় দুস্থদের মধ্যে নতুন পুরাতন বস্ত্র ও পশুসম্পদ বিতরণ করা হয় এবং এখানে আদিবাসী নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কিন্তু করোনা আবহে জোলুসহীন ভাবে উদযাপন করা হয়েছে। এছাড়া আজকে এখানে আগামী দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার লক্ষ্যে স্থায়ী সাংস্কৃতিক মঞ্চের শুভ উদ্বোধন করা হয়।