|
---|
উজির আলী,নতুনগতি,চাঁচল:১৩ ই মে
ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী দিলেন মালদহের সামসির সমাজসেবী তথা প্রাক্তন সামসি অঞ্চল তৃণমূল সভাপতি অমূল্য মণ্ডল। বুধবার সামসিতে শিবির করে দুঃস্থ মানুষদের হাতে তিনি খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন। গত দেড়মাস ধরে দেশজুড়েই লকডাউন চলছে। লকডাউনে বন্ধ সমস্ত কাজকর্ম। যার ফলে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষেরা। এছাড়া দোকানপাট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে অনেকেই। সরকারিভাবে দুঃস্থ মানুষদের সাহায্য করা হচ্ছে। দেওয়া হচ্ছে রেশনও। কিন্তু দীর্ঘদিন ধরে লকডাউন না ওঠায় তা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন অসহায় মানুষজন।
তাদের দূরবস্থা দেখেই এগিয়ে আসেন সমাজসেবী তথা তৃণমূল নেতা অমূল্যবাবু। বুধবার বাড়ির সামনে খোলা জায়গায় সামাজিক দূরত্ব মেনে শিবির করে দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। শিবিতে হাজির হয়ে দুঃস্থদের নিজ হাতে খাবার তুলে দেন সামসি ফাঁড়ির ওসি মৃনাল চট্টোপাধ্যায়ও। হাজির ছিলেন তৃণমূল নেতা ভাস্কর দাস সহ বিশিষ্টদের অনেকেই। দুঃস্থদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় প্রত্যেকেই অমূল্যবাবুর উদ্যোগের প্রশংসা করেন। এদিন মোট ১৪০০ জন দুঃস্থ মানুষকে চাল, ডাল, সয়াবিন, তেল, সাবান ও আলু দিয়ে সাহায্য করা হয় বলে সূত্রের খবর। অমূল্যবাবু বলেন, সাধ্যমতো দুঃস্থ মানুষদের কথা ভেবে ওদের পাশে দাঁড়িয়েছি।