মেদিনীপুর কুইজ কেন্দ্রের উদ্যোগে হলদিয়ায় ত্রাণ বিতরণ

সেখ মহম্মদ ইমরান, নতুন গতি, হলদিয়া: করোনা সংকটকালে আবারো সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো অখন্ড মেদিনীপুরের অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। করোনা পরিস্থিতিতে আম্ফান বিপর্যয় পরবর্তী সময়ে চারটি পর্যায়ে হলদিয়ার বিভিন্ন এলাকার ১২৭ পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়েছে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। এই ধারাবাহিক ত্রাণ বন্টন কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার হলদিয়ার দক্ষিণচক, বসুরচক ও বরবাড়ি এই তিনটি গ্রামের ১০ টি অসহায় পরিবারের হাতে কিছু নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

    এই কাজে হলদিয়ায় কুইজ কেন্দ্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন কুইজ কেন্দ্রের সদস্য ‘তরুণ তুর্কি’ সংগঠক শুভঙ্কর ভূঁইয়া। তাঁকে এই কাছে সবরকম সহযোগিতা করছেন কুইজ কেন্দ্রের শুভানুধ্যায়ী সুকেশ ভূঁইয়া,তপতী ভুঁইয়া ও হাফিজুর রহমান। কুইজ কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজন বেরা ও সভাপতি রিংকু চক্রবর্তী জানান, তাঁরা তাঁদের সংগঠনের সীমিত ক্ষমতায় ও শুভানুধ্যায়ী ব্যক্তিদের ভালোবাসায় উল্লিখিত গ্রামগুলিতে এদিনের ১০ টি পরিবার সহ মোট ২৫ টি পরিবারের পাশে থাকলেন এবং হলদিয়া এলাকায় মোট ১২৭ টি পরিবারকে সাহায্য করলেন।পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁরা এভাবেই মানুষের পাশে থাকার চেষ্টা করে যাবেন।