মেদিনীপুর টাইমস্ পত্রিকার উদ্যোগে পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর: অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন দৈনিক সংবাদপত্র বিপ্লবী মেদিনীপুর টাইমস্ পত্রিকার উদ্যোগে এবং মেধা পুরস্কার কমিটির সহযোগিতায় বিগত বছর গুলির মতো এবছরও দুঃস্থ, মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে পাঠ্য পুস্তক ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হলো। এই বিতরণ কর্মসূচি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিন ও রবিবার এই দু-দিনে বিভিন্ন শ্রেনীর মোট ৭৫ জন পড়ুয়ার হাতে পাঠ্য পুস্তক ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

     

     

    রবিবার মেদিনীপুর শহরের কর্ণেলগোলায় অবস্থিত পত্রিকা দপ্তরে আয়োজিত এই ঘরোয়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তী, সাহিত্যিক সনৎ কুমার দাস, সমাজসেবী শ্যামল দাস, সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি,বাচিক শিল্পী রত্না দে, নরোত্তম দে, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সমাজসেবী অভ্রজ্যোতি নাগ,বাপি আঢ্য প্রমুখ। উল্লেখ্য মেদিনীপুর শহর থেকে বিগত ৩৭ বছর ধরে ধারাবাহিকভাবে মেদিনীপুর টাইমস্ পত্রিকা প্রকাশিত হচ্ছে এবং বিগত ৩৪ বছর ধরে পত্রিকার উদ্যোগে মেধা পুরস্কার প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।