|
---|
উজির আলী, নতুন গতি, চাঁচল: আমফানে বিপর্যস্ত এলাকাগুলিতে চারা বিলি করা হবে রাজ্যজুড়ে। তারই পরিপ্রেক্ষিতে সোমবার মালদহের চাঁচল ১ নং ব্লকের শতাধিক মহিলাদের হাতে গাছের চারা তুলে দিল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। মহিলারা রাজ্যজুড়ে ১ লক্ষ গাছের চারা লাগাবে। এই উদ্যোগ নিয়েছেন রাজ্য তৃণমূল মহিলা কমিটির সভাপতি তথা রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। এদিন চাঁচল ১ নং ব্লক মহিলা তৃণমূল কমিটির সভাপতি নাজলিন খাতুন ওরফে মেহেক নাজের সহায়তায় ব্লক এলাকার শতাধিক মহিলাকে মেহগনি, শাল সহ বিভিন্ন রকমের গাছের চারা দেওয়া হয়েছে বলে খবর।
নাজলিন বলেন, আমফান ঝড়ের কারনে প্রাকৃতিক ভারসাম্য আজ দারুণ ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় উপড়ে পড়েছিল গাছ। ভবিষ্যত প্রজন্ম ও মানব-সভ্যতা রক্ষার জন্যই গাছ লাগানো প্রয়োজন।