|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: সোমবার ছত্রছায়া গ্রুপের ভ্রাম্যমান রান্নাঘরের ষষ্ঠ দিনের কর্মসুচীতে গ্রুপের শুভাকাঙ্ক্ষী সমাজসেবী অর্পন লোধা এদিনের খাবারের আর্থিক দায়িত্ব গ্রহন করেন। এদিন ছত্রছায়া গ্রুপ উপস্হিত হয়েছিল শালবনী ব্লকের ঘাগরাডাঙ্গা গ্রামে।সেখানে প্রায় ১০০ জন মানুষকে দুপুরের খাবার খাওয়ানো হলো । মেনুতে ছিল কাগজি লেবু , ভাত , শাকভাজা , সবজি ,মাংসের ঝোল , টমেটোর চাটনি , রসগোল্লা ,পানতুয়া ও মিনারেল ওয়াটার ।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এদিনের বিশেষ অতিথি এবং আয়োজক ছত্রছায়া গ্রুপের শুভাকাঙ্ক্ষী ও সমাজসেবী অর্পণ লোধা। এছাড়াও গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন নুতন ঘোষ, দেবাশিস মন্ডল ,মালা মুর্মু ,রাজা ভকত ,প্রশান্ত মাইতি ,ঋত্বিক ঘোষ ,তরুণ দণ্ডপাট , স্থানীয় গ্রামীণ চিকিৎসক হারাধন দুয়ারী প্রমুখ।