কাঁকরতলা থানার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- কালীপূজা উপলক্ষে জেলার বিভিন্ন থানার উদ্যোগে গ্রহণ করা হয়েছে বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির পাশাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।সেইরূপ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং কাঁকরতলা থানার ব্যবস্থাপনায় স্পর্শ নামক প্রকল্পের মাধ্যমে স্থানীয় থানা এলাকার শতাধিক দুস্থদের সাহায্যার্থে শীতবস্ত্র প্রদান করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে।

    পাশাপাশি এলাকার কচিকাঁচাদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন রাতে। অনুষ্ঠানে অঙ্কন,নাচ, গান, কবিতা আবৃতি বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিটি বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় কাঁকরতলা পুলিশের পক্ষ থেকে। উল্লেখ্য শীতবস্ত্র প্রাপক সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সকলকে রাতে খাওয়ানো হয় থানার পক্ষ থেকে।শীতবস্ত্র প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে মঞ্চে উপস্থিত ছিলেন দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর মাধব চন্দ্র মন্ডল, কাঁকরতলা থানার ওসি মহম্মদ শামীম খান, পিএসআই অনিমেষ মন্ডল সহ অন্যান্য পুলিশ ও সিভিক ভলিন্টিয়ারগন।এছাড়াও ছিলেন সমাজসেবী শেখ জয়নাল , কাঞ্চন দে, উৎপল ব্যানার্জি, মৃণাল কান্তি ঘোষ সহ অন্যান্যরা।