|
---|
সমাজসেবী রেজাউল আহমদের উদ্যোগে বাঙ্গীটোলায় বিধবাদের শীতবস্ত্র বিতরণ
নাজমুস সাহাদাত, মোথাবাড়ি : মোথাবাড়ির বাঙ্গীটোলা অঞ্চলের স্থানীয় দুস্থ গরিব বিধবা ও গঙ্গা ভাঙ্গন আক্রান্ত মানুষদের শীতবস্ত্র প্রদান করা হয় । এদিন বাঙ্গীটোলা এলাকার বিশিষ্ট সমাজসেবী মুহাম্মদ রেজাউল আহমেদ এর উদ্যোগে এই শীত বস্ত্র বিতরন অনুষ্ঠান হয় ।
উক্ত বিতরণ অনুষ্ঠানে এলাকার ভাঙ্গন আক্রান্ত প্রায় ৪০০ দুস্থ পরিবারের হাতে এই শীতবস্ত্র তুলে দেন এবং তার পাশাপাশি এই এলাকার ৫ জন নিটে ডাক্তারি পড়াশোনার সুযোগ পাওয়া ছাত্রদের সংবর্ধনা প্রদান করা হয় ।
এদিন উপস্থিত ছিলেন , কালিয়াচক ২ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রমল সিংহ বিরদি , বাঙ্গিটোলা বি এম ও এইচ কৌশিক মিস্ত্রি , অধ্যক্ষ ডঃ নাজিবর রহমান, সমাজসেবী আব্দুল হান্নান ও প্রধান তহিদুর রহমান প্রমুখ।
আয়োজক সমাজসেবী মুহাম্মদ রেজাউল আহমেদ বলেন , আমাদের বাঙ্গীটোলা এলাকা গঙ্গা ভাঙ্গনে আক্রান্ত দুস্থ এলাকা। এখানে বহু অসহায় মানুষ টাকার অভাবে শীতের সময় শীতবস্ত্র কিনতে পারে না। তাই প্রতিবছরের ন্যায় এবছরও আমি এইসব দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে আমি খুবই আনন্দিত । আমাদের এই কাজ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তিনি জানান ।