পরিষেবা সংক্রান্ত খোঁজখবর নিতে বীরভূমের প্রত্যন্ত গ্রামে জেলাশাসক

খান আরশাদ, বীরভূম : বীরভূমের প্রত্যন্ত গ্রামগুলোতে পরিষেবা সংক্রান্ত খোঁজখবর নিলেন বীরভূম জেলাশাসক মৌমিতা গোদারা বসু। বীরভূমের রাজনগর ব্লকের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলবুনি- করঞ্জাবুনি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামবাসীদের নিয়ে এদিন একটি বৈঠক করেন মৌমিতা গোদারা বসু। রাজনগরের ভবানীপুর অঞ্চলের বেলবুনি, করঞ্জাবুনি প্রভৃতি গ্রামগুলি আদিবাসী অধ্যুষিত। এই গ্রামগুলির বাসিন্দারা সরকারি পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন কি না তা খতিয়ে দেখতে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন মৌমিতা গদারা বসু। তিনি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে গ্রামে যান এবং গ্রামবাসীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। জেলাশাশক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) প্রশান্ত অধিকারী, অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) পূর্ণেন্দু মাজি, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু,ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বামাপদ ঘোষ, রানা প্রতাপ রায় সহ অন্যান্যরা। যেসব সরকারি প্রকল্পগুলি এখন চলছে সে প্রকল্পগুলির কতটুকু এসব এলাকার মানুষ ভোগ করতে পারছেন এবং তারা কোন কোন সমস্যার মধ্যে রয়েছেন তা জানার চেষ্টা করেন জেলাশাসক। প্রশাসন সূত্রে জানা গেছে এলাকায় কিছুটা পানীয় জলের সমস্যা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এগুলি সমস্যার অবিলম্বে সমাধানের চেষ্টা করা হবে প্রশাসনিকভাবে। আগামী মাসে এলাকার মানুষদের জাতিগত শংসাপত্র বিলি করার জন্য একটি শিবিরও করা হবে বলে জানা গেছে। এলাকার যেসব আদিবাসী বৃদ্ধ-বৃদ্ধা এখনো পর্যন্ত ভাতা পাননি তাদের নাম নথিভুক্ত করা হয়েছে । এছাড়া খাদ্য-সাথী প্রকল্পতে এলাকার মানুষ কতটুকু পরিষেবা পাচ্ছেন সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা খোঁজকখবর নেন। এলাকার মানুষদের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয় প্রশাসনের তরফে।