|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- আজ সোমবার সকালে ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের অন্তর্গত পানা কে সি স্কুলে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে করেন দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা সহ জেলার অন্যান্য আধিকারিকগণ। পাশাপাশি সারা রাজ্যের মত ষষ্ঠ বারে দুয়ারে সরকার নিয়ে শুভান্ন সার্কিট হাউসে দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক সাংবাদিক বৈঠক করেন,সঙ্গে ছিলেন ই ডি এম সাহেব, মহকুমা শাসক অঞ্জন ঘোষ, এস ডি আই সিও ব্রতী বিশ্বাস সহ আরো অন্যান্য আধিকারিক গণ। জেলা শাসক তিনি জানান এবার দুয়ারে সরকার ক্যাম্প প্রতিটি বুথে বুথে শুরু হয়েছে।১ই এপ্রিল থেকে ২০ই এপ্রিল পর্যন্ত দক্ষিন ২৪ পরগনা জেলায় প্রায় এক হাজারের ও বেশি দুয়ারের সরকার ক্যাম্প করা হয়েছে। আজ যেহেতু তৃতীয় দিন তার জন্য বিভিন্ন জায়গাতে যেমন মহকুমা, ব্লক,পৌরসভার অধীন এলাকাতে ক্যাম্প করা হচ্ছে। এই দোয়ারে সরকার ক্যাম্পে ৩৩ টি সরকারি প্রকল্পের পরিষেবা সহায়তা মিলবে। এবারের শিবিরে নতুন সংযোজন করা হয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড,বাংলা কৃষি সেচ যোজনা, মেধাশ্রি,বিধবা পেনশন।এবারের শিবিরে ব্যাপকতা অন্যান্যবারের তুলনায় অনেক বেশি বলে জানান জেলা শাসক সুমিত গুপ্তা।