|
---|
নিজস্ব সংবাদদাতা,মালদা:২৫ নভেম্বর
মালদহের হবিবপুর ব্লক এলাকায় শুরু হল চারদিনের ২৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট। মালদা জেলা আদিবাসী তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট এন্টি- ফি ছাড়াই হবে। ব্লক এলাকার তিনটি খেলার মাঠে সব পঞ্চায়েত এলাকার দল অংশ্রগ্রহন নিবে। বুধবার প্রথমদিনের খেলা শুরু হয় নিত্যানন্দপুর মাঠে। উদ্বোধন করেন জেলা আদিবাসী তৃণমূল কমিটির সভাপতি চুনিয়া মুর্মু। এদিনের টুর্নামেন্ট ছয়টি দল নিয়ে শুরু হয়েছে। তবে রেজিস্ট্রার ক্লাবের দলগুলি অংশ গ্রহন করতে পারবে টুর্নামেন্ট বলে জানান মালদা জেলা আদিবাসী তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি চুনিয়া মুর্মু। প্রত্যেক দলকে জার্সি ফ্রী তে দেওয়া
হবে। চলতি মাসের ২৮ তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এবং খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি ও আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে জানা গেছে। এমন উদ্যোগ কে জেলা আদিবাসী তৃণমূল কংগ্রেস কমিটি সাধুবাদ জানাচ্ছে গোটা হবিবপুরবাসী। ফুটবল টুর্নামেন্ট কে ঘিরে দর্শকদের উপস্থিতি নজরকরা থাকছে মাঠের চতুর্প্রান্তে।