প্রজাতন্ত দিবস পালন ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি

রোজা খাতুন, বোলপুর:দেশের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালিন করলো বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি। বৃহষ্পতিবার অথরিটির সচিব বিচারক মহম্মদ রুকুনউদ্দীন সাহেবের নির্দেশ মতো সারা জেলার বিভিন্ন প্রান্তে আইনী সহায়করা প্রজাতন্ত্র দিবস পালন করেন।

    জেলা প্রশাসনের উদ্যোগে সিউড়ী চাঁদমারি মাঠে একাধিক দফতরের ট্যাবলো প্রজাতন্ত্র দিবসে অংশ নেয়। সেখানেও ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির ট্যাবলো ভ্যান রাখা হয়। পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিচারক মহম্মদ রুকুনউদ্দীন। একই সঙ্গে জেলা আদালতেও প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। সেখানে জেলা জজ আদালতের জেলা জজ ম্যাডাম সহ অনান্য বিচারক মহাশয়গণও উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা উত্তোলন করা হয় বোলপুর, রামপুরহাট, দুবরাজপুর আদালতেও।

    বীরভূমের বোলপুর, সিউড়ী, রামপুর, নলহাটি, মুরারই, লাভপুর সহ সর্বত্রই প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ বলেন, মহামান্য সচিব বিচারক মহাশয়ের নির্দেশ মতো জেলার সব জায়গায় প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে।

    ভারতীয় সংবিধান, ডেমোক্রেসি, রাইট অফ সিটিজেন, ফ্রী লিগ্যাল এইড ফ্রম কোর্ট সহ দেশের নাগরিকদের বিভিন্ন অধিকার বিষয়ে সচেতন করা হয়। এদিন পাবলিক প্লেস ছাড়াও স্কুল, সংশোধনাগার, স্বরস্বতী পুজো মন্ডপ সহ সর্বত্রই প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। বোলপুর মহকুমা সংশোধনাগারে বিচারাধীন বন্দীদের মধ্যে রাইট টু প্রিজনার্স বিষয়ে জেল বন্দীদের আইনী সহায়তা করেন সৈয়দ গোলাম মোস্তফা, নুরুল ইসলাম সেখ।