|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর…. পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে “বিজ্ঞান-যুক্তিবাদ-মানবতা” শীর্ষক বিজ্ঞান অভিযান-২০২৩ উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো বিজ্ঞান বিষয়ক জেলাস্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা। মেদিনীপুর কলেজিয়েট স্কুলে আয়োজিত এই বিজ্ঞান অভিযান তথা প্রতিযোগিতার উদ্বোধন করেন সংগঠনের রাজ্য কার্য্যকরী সভাপতি অধ্যাপক সত্যজিৎ চক্রবর্তী।
স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে “সবার দেশ, আমাদের দেশ” আহ্বানকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলা বিভিন্ন বিজ্ঞান কেন্দ্রের সফল প্রতিযোগীরা যোগ দেয়। এদিনের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক সুধাপদ বসু। এদিনের অনুষ্ঠানে প্রতিযোগীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি প্রাক্তন অধ্যক্ষ হরিহর ভৌমিক, বিশেষ অতিথি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক বিপ্লব মন্ডল, সংগঠনের জেলা সভাপতি কালীপদ প্রধান, কার্যকরী সভাপতি দিলীপ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
সূচনা পর্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন পরীক্ষা সমূহের নিয়ামক কার্তিক চক্রবর্তী। প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সফল প্রতিযোগীদের মধ্যে বাছাই প্রতিযোগীরা রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করার জন্য কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষকে আয়োজক সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।