জেলাস্তরীয় যুব উৎসব,নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে,সিউড়িতে

নিজস্ব সংবাদদাতা : ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের ব্যবস্থাপনায় ২৫ সেপ্টেম্বর রবিবার সিউড়ি বিদ্যাসাগর কলেজে অনুষ্ঠিত হয় জেলাস্তরীয় যুব উৎসব।

    উন্নত ভারতের লক্ষ্য’ এই থিমের উপর যুব সম্মেলন ভারত @ ২০৪৭ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ডঃ তপন কুমার পরীচ্ছা, বীরভূম জেলা সভাধিপতি তথা সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, নেহেরু যুব কেন্দ্রের জেলা আধিকারিক রায়া দাস, চিকিৎসক কাজল চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৫-২৯ বছর বয়সী প্রায় ৩০০ জন যুবক-যুবতীদের নিয়ে অনুষ্ঠিত হয় নানান প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান।

    কবিতা, বক্তৃতা, মোবাইল ফটোগ্রাফি, চিত্রাঙ্কন সহ গ্রুপ ইভেন্ট সহ নানান ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    প্রতিটি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয় জেলা নেহেরু যুব কেন্দ্রের পক্ষ থেকে।উল্লেখ্য,এদিন প্রতিটি বিভাগের প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীরা পরবর্তী পর্যায়ে তথা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিবে বলে এক সাক্ষাৎকারে সেকথা জানান বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের আধিকারিক রায়া দাস।