|
---|
নিজস্ব প্রতিবেদক:- পরিকাঠামো ঠিক না থাকা ও চিকিৎসার গাফিলতির অভিযোগের ভিত্তিতে কিমস হাসপাতালে হানা দিল জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা। পাশাপাশি হানা দিলেন এস,ডি,ও নর্থ তীর্থঙ্কর বিশ্বাস, সি.এম.ও. এইচ, প্রণব রায় ও অন্যান্য প্রশাসন আধিকারিক গন। হঠাৎই হানা দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। কিমস হাসপাতালে পরিদর্শনের পর জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, একাধিক অভিযোগ আসছিল এই বেসরকারি কিমস হাসপাতালের বিরুদ্ধে । যা দেখা গেল সেটি একেবারে মানা যায় না। যেমন স্বাস্থ্য সাথী কার্ডে যারা ভর্তি রয়েছে সেটির চেম্বার ভেতরে রয়েছে, এছাড়া কতগুলো স্বাস্থ্য সাথী আওতায় অস্ত্রোপচার ও চিকিৎসা চলছে সেটার রেজিস্টার মেন্টেইন হচ্ছে না। আপাতত তাদের সাফ জানিয়ে দেওয়া হল আজ থেকে স্বাস্থ্য সাথী ও এবং অন্যান্য রুগীদের ক্ষেত্রে পরিষেবা যেন অব্যাহত থাকে।অন্যদিকে, কিমস হাসপাতালের জেনারেল ম্যানেজার এবং কর্ণধার মিসাইল দত্ত এবং প্রসেনজিৎ গুপ্তরা জানান, জেলা শাসক ও প্রশাসনিক আধিকারিকরা পরিদর্শনে এসেছিলেন, বিশেষ কিছু বিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন। সুতরাং সেই কথা মোতাবেক সেটি মেন্টেইন করেই পরিষেবা চলবে হাসপাতালে। এদিন আরও একটি বিষয়ে নজরে আসে কিমস হাসপাতালে। স্বাস্থ্য সাথী কার্ডে ভর্তি হওয়া রোগীর চিকিৎসা সম্পন্ন হয়ে গেলেও ছুটি দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের দাবি এখনও অনলাইনে রোগীর টাকা পেমেন্ট হয় নি হাসপাতালে। ফলে সমস্যায় পড়েছিলেন রোগীর পরিবারের সদস্যরা। তবে একথা কানে আসতেই রোগীকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা।