|
---|
নতুন গতি, কেশপুর: বৃহস্পতিবার আচমকা কেশপুরের দুটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রানী। জানা গেছে, দুপুর ১টা নাগাদ কেশপুর চক্রের আমলদা প্রাথমিক বিদ্যালয় আচমকা পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন কেশপুরের বিডিও দীপক কুমার ঘোষ ও জয়েন্ট বিডিও প্রসেনজিৎ নন্দী সহ অন্যান্য আধিকারিকগণ। তিনি এদিন দেওয়াল জুড়ে শিক্ষামূলক আঁকিবুকি, সবজি বাগান , বিদ্যালয় পরিকাঠামো, পঠন পাঠন, ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি খতিয়ে দেখেন মিড ডে মিল ও বিদ্যালয়ের বিভিন্ন রেজিস্টার। এদিন জেলাশাসক পরিদর্শনে গিয়ে নিজে শিক্ষকের ভূমিকাতেও অবতীর্ণ হন। এই বিদ্যালয়ে ১৬৯ জন ছাত্র ছাত্রী ও ৬ জন শিক্ষক শিক্ষিকা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র দাস উপস্থিত না থাকলেও ছুটির নিয়মানুযায়ী ছুটি নিয়ে ছিলেন।
আমলদা প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক সেখ ইমদাদুল হক জানান, অন্যান্য দিনের মতোই স্বাভাবিক স্কুল চলা কালীন দুপুর একটা নাগাদ জেলাশাসক আয়েশা রানী হঠাৎই আমাদের বিদ্যালয়ে প্রবেশ করলে আমরা হকচকিয়ে যায়। সমস্ত কিছু খতিয়ে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। একইভাবে ঝাটিয়াড়া প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন জেলাশাসক আয়েশা রানী। এই প্রসঙ্গে জেলাশাসক আয়েশা রানী বলেন, আমি দুটি বিদ্যালয় কি পরিস্থিতি তা দেখতে গিয়েছিলাম । করোনা পর্বের পর পড়াশোনা পরিস্থিতি দেখছিলাম। তবে আরও একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা দরকার ছিলো। বাকি ঠিকঠাক রয়েছে।