নিক্ষয় মিত্র প্রকল্পে জেলা শাসকের উদ্যোগে রাজনগরে যক্ষ্মা রোগীদের সুষম খাদ্য

 

     

     

    খান আরশাদ, রাজনগর:

    নিক্ষয় মিত্র প্রকল্পে জেলা শাসকের উদ্যোগে রাজনগরে বুধবার যক্ষা রোগীদের সুষম খাদ্য বিতরণ করা হল।
    জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে, জেলা শাসকের তরফে জেলার বিভিন্ন অংশে যক্ষা রোগে আক্রান্তদের দত্তক নেওয়ার মাধ্যমে তাদের সুষম খাবার বিতরণের ব্যবস্থা করা হয়। বুধবার এরকমই রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বীরভূম জেলা শাসকের তরফে রাজনগরের ১২ জন যক্ষা রোগীকে নিক্ষয় মিত্র প্রকল্পে দত্তক নেওয়ার মাধ্যমে তাদের সুষম খাবার বিতরণ করা হল। সয়াবিন, মুসুরি, ঘি, ছাতু, বিস্কুট প্রভৃতি ১৩ রকমের সুষম খাবার যক্ষা রোগীদের হাতে তুলে দেওয়া হল। কারণ সুষম খাবার যক্ষা রোগীদের পক্ষে অত্যন্ত প্রয়োজন এবং
    ২০২৫ সালের মধ্যেই এই যক্ষা রোগকে নির্মূল করার লক্ষ্যে এই প্রোগ্রাম শুরু হয়েছে।
    উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, পূর্ত কর্মাধক্ষ্য সুকুমার সাধু, BMOH ডক্টর তীর্থঙ্কর সিনহা, রাজনগর থানার SI অরিন্দম দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি পরিমল সাহা, ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার তন্ময় মুখার্জি, স্বাস্থ্য কর্মাধক্ষ নুরেতাজ খাতুন, পঞ্চায়েত প্রধান সরস্বতী ধীবর সহ অন্যান্যরা।

    প্রসঙ্গত উল্লেখ্য রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামক একটি স্বেচ্ছাসেবীর কর্ণধার রাখী ব্যানার্জিও এই নিক্ষয় মিত্র প্রকল্পে রাজনগরের ২৫ জন রক্ষা রোগীকে ইতিমধ্যে দত্তক নিয়ে তাদের সুষম খাদ্য পরিবেশন করছেন।