|
---|
খান আরশাদ, বীরভূম:
বীরভূমের কঙ্কালীতলার পঞ্চায়েত সদস্য মৃত সমীর থান্দারের পরিবারের লোকের পাশে দাঁড়ালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ।
প্রসঙ্গত উল্লেখ্য দিন কয়েক আগে বোলপুর-শ্রীনিকেতন ব্লকের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের সদস্য (৪৬) সমির থান্দারকে তাঁর বাড়ির প্রায় ৫০০ মিটার দূরে এক মাঠ থেকে গুরুতর জখম ও অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। এরপর প্রথমে বোলপুর মহকুমা হাসপাতাল ও পরে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ সমিরকে পিটিয়ে নৃশসভাবে খুন করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা সমীর থান্ডারের পরিবারের লোকের সাথে দেখা করতে তার বাড়িতে যান।
সভাধিপতি মৃতের পরিবারকে সমবেদনা জানিয়ে সব সময় পাশে থাকার আশ্বাস দেন। মৃত সমীর থান্দাররের ক্রিয়া-কর্ম সম্পন্ন করার জন্য আর্থিক সাহায্য দান এবং নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র মৃতের পরিবারের হাতে তুলে দেন সভাধিপতি।
সভাধিপতি কাজল সেখ জানান তিনি মৃতের পরিবারের পাশে সব সময় আছেন এবং সব ধরনের সহযোগিতা তিনি সাধ্যমত করে যাবেন।
জেলা সভাধিপতির এরূপ মানবিকতার সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষজন।