|
---|
নিজস্ব সংবাদদাতা : বিজয়া সন্মেলনীতে দলের কর্মীদের একসাথে কাজ করতে নির্দেশ দিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি নিজে জানালেন আমরা যদি সবাই একসাথে সবাই মিলে কাজ করতে পারি তবেই সাফল্য আসবে। আমাদের লক্ষ নিয়ে এগিয়ে যেতে হবে। একে অন্যের বিরুদ্ধে মত বিরোধ দলকে অনেক পিছিয়ে দেবে। আমাদের সেদিকে খেয়াল রেখে চলতে হবে যাতে আমরা কোনভাবেই পিছিয়ে না পড়ি। পাপিয়া ঘোষ আরো জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজে গোটা রাজনৈতিক জীবন মানুষের জন্য দিয়ে গেলেন। আমরা সেটা জানি এবং আমাদের লক্ষ রাখতে হবে যাতে কোনভাবেই মুখ্যমন্ত্রীর সুনাম ক্ষুণ্ণ না হয়। বিজয়া সন্মেলনীতে প্রচুর সিপিএম এবং কংগ্রেস কর্মী যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। এটাও একটা ভালো দিক বলে জানালেন জেলা সভাপতি।তিনি জানান এটা খুবই আনন্দের যে দলে দলে মানুষ এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের দলে চলে আসছেন। এটা আমাদের আরো উৎসাহ যোগাবে। বিজয়া সন্মিলনী মানুষের কাছে একটা মিলন উৎসব।এই উৎসবে দলমত নির্বিশেষে মানুষ আসুক এটাই আমাদের কাম্য। আমরা সামনের যুদ্ধে জীততে চাই বলে জানিয়ে দিলেন বর্তমান জেলা সভাপতি।