দিদির দূত হিসাবেসহকর্মীদের সাথে রাতের খাবার সারলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ

নিজস্ব সংবাদদাতা : দিদির দূত হিসাবে গোসাইপুরে একটি পরিবারের বাড়িতে গিয়ে সেখানেই সহকর্মীদের সাথে রাতের খাবার সারলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।সহকর্মীদের বাড়িতে রাতের ভাত,ডাল এবং ভাজা খেতে খেতে জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান আমাদের এখন একটাই লক্ষ্য দিদির দূত হিসেবে নিজেদের কাজকে মানুষের কাছে তুলে ধরা। সবাই যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রকল্পের সুবিধা পান তবেই আমাদের উদ্দেশ্য সফল হবে। জেলা সভাপতি আরো জানান আমাদের লক্ষ পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে মুখ্যমন্ত্রীর প্রকল্প নিয়ে যাওয়া।তারপরে কে কি পাবে এবং পাবে না সেটা আমাদের সরকার ঠিক করবে। কিন্তুু আমরা চাই মানুষ অন্তত এতটুকু জানুক যে তৃণমূল কংগ্রেস দলটা তাদের পাশে আছে। আমাদের এখানে থাকবার উদ্দেশ্য একটাই সবাই যাতে তাদের মনের কথা বলতে পারেন আমাদের।তবেই আমরা মনে করি আমাদের কার্যসিদ্ধি হবে।জেলা সভাপতি আরো জানান আমাদের প্রথম কাজ মানুষের কাছে আমাদের মুখ্যমন্ত্রীর সমস্ত পরিকল্পনার কথা পৌছে দেওয়া।