দিয়ারক অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু করলেন জেলা সভাধিপতি শামীমা শেখ সহ অন্যান্য নেতৃত্বরা

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- দিদির দূত কর্মসূচিতে যোগ দিতে সম্প্রতি এদিন এলেন জেলা সভাধিপতি শামীমা শেখ। এদিন তিনি দিয়ারক অঞ্চলে একটি মন্দিরে পুজো দিয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচির সূচনা করেন। এরপর তিনি নব সংগ্রামপুর তাবরকিয়া হাই মাদ্রাসা সহ দিয়ারক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা জানার চেষ্টা করেন, এবং খোঁজ নেন সরকারি প্রকল্পের সুবিধা ঠিক মতো পাচ্ছেন কিনা। পাশাপাশি এই দিন দিয়ারক অঞ্চলে উপস্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শন করেন তিনি এরপর কথা বলেন উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকের সাথে। দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে এদিন জেলা সভাধিপতি শামীমা শেখ এর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার, ১নম্বর ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারী,সহ জেলার নেতৃত্ব ও একাধিক প্রধান থেকে শুরু করে ব্লক নেতৃত্ব। এদিন জেলা সভাধিপতি শামীমা শেখ তিনি বলেন দিদির সুরক্ষা কবচ কর্মসূচি করতে গিয়ে যেসব মানুষ ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন বা জানাচ্ছেন জেনে রাখবেন মানুষ যাদের ভালবাসে,তাই তাদেরকে সামনে পেলে তাদের অন্তরের কথা জানায়, আমরা তো জানতে চাইছি তাদের কথা।এর জন্য তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদির সুরক্ষা কবজ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন। এলাকার স্থানীয় মানুষজন জেলা সভাধিপতি শামীমা শেখ কে কাছে পেয়ে খুব খুশি।