|
---|
নিজস্ব সংবাদদাতা, : মেদিনীপুর….ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের অধীনস্থ নেহেরু যুব কেন্দ্রের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার ব্যবস্থাপনায় শুক্রবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হলো জেলা যুব উৎসব -২০২২।
প্রদীপ প্রজ্জ্বলন ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে এদিনের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেহেরু যুব কেন্দ্রের পশ্চিম মেদিনীপুর জেলা আধিকারিক সাথী রায়। এদিন বক্তৃতা,কবিতা রচনা,ছবি আঁকা,ফটোগ্রাফি, যুব উৎসব সহ আরও অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের তিন শতাধিক প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগীতা উৎসাহিত করতে এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। এদিন তিনি জেলার চারজন যুব প্রতিভার হাতে “ইয়ুথ আইকন” সম্মান তুলে দেন। ইয়ুথ আইকন হিসেবে সম্মানিত হন এই মুহূর্তে দেশের অন্যতম সেরা যুব সাহিত্যিক তথা “প্রধান মন্ত্রী বাল পুরস্কার” বিজয়ী তরুণ প্রতিভা সৌহার্দ্য দে। পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে উল্লেখ্য যোগ্য অবদান রেখে সম্মানিত হন আজমিরা খাতুন, সুদেষ্ণা বেরা ও মাজিদা খাতুন। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আয়োযোকদের পক্ষ থেকে। সফল প্রতিযোগীরা রাজ্যস্তরের যুব উৎসবে অংশ নেবে। গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী অর্ণব বেরা।