২য় জঙ্গীপুর শিল্প-সাহিত্য উৎসব

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের জঙ্গীপুর সাহিত্য সমন্বয় পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ২য় জঙ্গীপুর শিল্প-সাহিত্য উৎসব। ১৩ ই ফেব্রুয়ারী রবিবার মুর্শিদাবাদের সাজুরমোড় টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে দুপুর ২টার সময় প্রদীপ প্রজ্জলন- সপ্তক সংগীত মহাবিদ্যালয়ের ছাত্রী রাজশ্রী চক্রবর্তীর উদ্বোধনী সংগীত এবং অনুষ্ঠানের উদ্বোধক খালিলুর রহমানের স্বাগত ভাষনের মধ্যেদিয়ে অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী মনোরঞ্জন ব্যাপারী- চেয়ারম্যান পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমী, সভাপতির আসন অলংকৃত করেন মোঃ সোহরাব বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন প্রধান শিক্ষক,এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী অরুণ কুমার চক্রবর্তী জাতীয় পুরস্কারপ্রাপ্ত কবি, ড. ভোলানাথ পান্ডে- আই. পি. এস. পুলিশ সুপার জঙ্গিপুর পুলিশ জেলা, ডা. সুজাতা বাগচী ব্যানার্জি উপাচার্য মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়,

    ড. শক্তিনাথ ঝা, নাজিবুর রহমান, সেখ মহম্মদ ফুরকান, শ্রী সমীরন কৃষ্ণমণ্ডল, শ্রী বিপ্লব কর্মকার, কুনাল কান্তি দে, মোবারক হোসেন প্রমূখ বিশিষ্টদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন অনুষ্ঠানে নীহারুল ইসলাম, চন্দ্রপ্রকাশ সরকার, মুজিবুর রহমান, বাসবী চৌধুরী, আনুয়ারুল ইসলাম, মহ: সবির চাঁদ, রাম কৃষ্ণসিং, কমলকুমার মিশ্র, এদের প্রত্যেককে নূর স্মৃতি সম্মাননা ২০২২ প্রদান করা হয় উত্তরের সিঁড়ি সাহিত্য পত্রিকার পক্ষ থেকে। এছারাও সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট সহ ১৫টি স্বেচ্ছাসেবী সংগঠনদের সম্মান তুলে দেওয়া হয় এই সাহিত্য উৎসবের মঞ্চ থেকে।এদিন জঙ্গীপুর সাহিত্য সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক তথা অনুষ্ঠানের আহ্বায়ক গোলাম কাদের জানান মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর রবীন্দ্রভবনে প্রথম সাহিত্য উৎসব করেছিলাম, তারই সুবাদে জঙ্গিপুর সাহিত্য সমন্বয় পরিষদের মুখপাত্র উত্তরের সিঁড়ি সাহিত্য পত্রিকার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হলো আজ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে, এই সাহিত্য সভা ১৩-১৪ তারিখ দুই দিন ব্যাপী চলবে, আজ তার প্রথম দিন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন সোমনাথ করএবং আহ্বায়ক গোলাম কাদের।