|
---|
মহিউদ্দীন আহমেদ: নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তীতে সাধারন মানুষের মধ্যে আইন সম্পর্কে সচেতনতার বার্তা দিলো বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি। এদিন বৃষ্টিভেজা দিনে, বৃষ্টি কে উপেক্ষা করেই বীরভূমের সিউড়ী আদালতের ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচেতনতা ভ্যান জেলা সদর সিউড়ী শহর সহ সিউড়ী, সদাইপুর, কচুজোড়, চিনপাই, পাথরচাপুড়ী সহ বিভিন্ন জায়গার সচেতনতামূলক প্রচার করা হয়।
লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব বিচারক দেবজ্যোতি মুখোপাধ্যায়ের পরিকল্পনায় পার্শ্ব আইনী সহায়করা বিচার বিভাগের সচেতনতা ভ্যান নিয়ে সাধারন মানুষ কিভাবে বিনামূল্যে আইনী পরিষেবা পেতে পারেন, কোন পারিবারিক বা দাম্পত্য বিবাদ, জমি জায়গা সংক্রান্ত বিবাদ কিভাবে মামলা দায়ের না করেও সমস্যার সমাধান করা যায়, সম্পূর্ন বিনাখরচে সেই পরামর্শ দেওয়া হয় সাধারন মানুষকে।
এছাড়াও কারোর মানবাধিকার হরন হলে কিভাবে সাধারন মানুষ, বিশেষ করে মহিলারা নিখরচায় মামলা দায়ের করবে সেই বিষয়েও জানানো হয়। পার্শ্ব আইনী সহায়ক মহম্মদ রফিক বলেন, অথরিটির সচিব বিচারক দেবজ্যোতি মুখোপাধ্যায় মহাশয়ের নির্দেশে সমাজের একদমই সাধারন মানুষ, যারা সামাজিক ও আর্থিক ভাবে দুর্বল তাদের পরামর্শ দেওয়া হয়। এরজন্য থানা চত্বর, বাস স্ট্যান্ড, চায়ের দোকান, রাস্তার মোড়ে মোড়ে প্রচার করা হয়। পরবর্তী সময়ে প্রয়োজনে লিগ্যাল সার্ভিস অথরিটির সাথে কিভাবে যোগাযোগ করবে সেই বার্তাও দেওয়া হয়।
নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীতে নেতাজীর প্রতি শ্রদ্ধা জানানো হয় এই অথরিটির তরফে ।