দুবছরের বাচ্চাকে মায়ের কাছে ফেরালো ডিএলএসএ

নিজস্ব সংবাদদাতাঃ বোলপুরের কোয়েল মল্লিকের সঙ্গে তিন বছর আগে বিয়ে হয় সাঁইথিয়ার ভালদি গ্রামের দেবু বিদ্যার। ওদের সাংসারিক অশান্তি শুক্রবার রাতে চরমে ওঠে। তার জেরে ২ বছরের বাচ্চাকে তার আটকে রাখে বাবা। দু বছরের বাচ্চা কে না পেয়েই সাঁইথিয়ার ভালদী গ্রাম থেকে বোলপুরে বাবার বাড়ীতে শুক্রবার রাতেই বাড়ী ফিরতে হয় কোয়েল বীরবংশী নামের এক মহিলাকে। শনিবার সকালে বাচ্চা কে ফিরে পাবার জন্য বোলপুর থানায় দ্বারস্থ হয় ঐ মহিলা। বোলপুর থানায় নিযুক্ত ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিকের নির্দেশ মতো সাঁইথিয়া থানার সাথে কথা বলে দুই বছরের বাচ্চা কে মায়ের কাছে ফেরানোর উদ্যোগ নেন। বিষয় টি জানানো হয় জেলা শিশু সহায়তা দফতরকেও। ডিএলএসএ এর আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ বলেন, ওদের সাংসারিক সমস্যা একটা আছে, পৃথক ভাবে জানালে সেটা নিয়ে আইন মাফিক ব্যাবস্থা নেওয়া হবে। তার আগে মাত্র ২ বছরের বাচ্চা কে ছেড়ে থাকাটা মা ও বাচ্চার পক্ষে কষ্টকর। তাই মায়ের কাছে ফেরানোর ব্যাবস্থা করা হয়েছে পুলিশের সহায়তা নিয়েই। বাচ্চা কে ফিরে পেয়ে খুশি মা কোয়েল বীরবংশী।