|
---|
নতুন গতি বিনোদন ডেস্ক: তৈমুর আলি খান। এই নামটা বললেই সকলে একবারে চিনে যায় সেই ফুটফুটে বাচ্চাটার চেহারা। মিষ্টি একটা বাচ্চা তৈমুর। তবে এটাই তার পরিচয় নয়। সে নবাব খানদানের সবচেয়ে ছোট সদস্য। সইফ আলি খান ও করিনার একমাত্র পুত্র। তাই জন্মানোর পর থেকেই সে সেলেব। সোশ্যাল মিডিয়ায় তৈমুরের কোনও ভিডিও আসতে না আসতেই ভাইরাল হয়ে যায়। তৈমুর কি খায়, কি পড়ে, কেমন করে খেলে সব কিছু নিয়েই মানুষের আগ্রহ। কিন্তু তৈমুরের বাবা মা দুজনেই সব সময় থাকেন কাজে ব্যস্ত। যদিও তার মাঝেও সন্তানকে যথেস্ট সময় দেন করিনা। তবুও বাকি সময়টা তাঁদের ভরসা সেই ন্যানি। ন্যানির কাছেই থাকতে হয় তৈমুরকে। তার ন্যানিও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়।
এখন প্রশ্ন উঠেছে এই ন্যানির বেতন নাকি কোনও কেন্দ্রীয় মন্ত্রীর থেকেও বেশি। এই বিষয় সামনে আসাতেই চর্চা হতে শুরু করে। আরবাজ খানের একটি শো ‘পিঞ্চ বাই আরবাজ’-এ করিনাকে এই প্রশ্ন করা হলে করিনা জানান, ‘আমার ছেলে যাঁর কাছে সারাদিন থাকবে। দেখবে। আমার ছেলের সুরক্ষার দায়িত্ব যাকে দেওয়া হয়েছে তাকে তো ঠিকঠাক বেতন দেওয়াটা আমার কর্তব্য। আর এই বিষয় নিয়ে এত কথার কি আছে? যাদের এই বিষয় নিয়ে সমস্যা হচ্ছে তারা বিযয়টাকে মন্ত্রী সভায় গিয়ে জানালেন পারেন।’ জুহুর একটি হাই প্রোফাইল সংস্থা থেকেই করিনা বেছে নিয়েছিলেন এই ন্যানিকে। এই সংস্থা থেকে সন্তানের দেখভালের ন্যানি পেয়েছেন তুষার কপূর ও সোহা আলি খানও। তাই এই ন্যানির বেতন কি হবে সেটা ঠিক করবেন নবাব পরিবার। তা নিয়ে বাইরের লোকের কিসের মাথাব্যথা!