|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: দুজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতির হাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত হলেন সিকিমের একটি বেসরকারি হাসপাতালের কার্ডিওলজিষ্ট এবং এক মহিলা কর্মী।আজ সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে,ওই কার্ডিওলজিষ্ট যখন তার সকালের ডিউটি করে নিজের রুমের দিকে যাচ্ছিলেন তখন তার দিকে এগিয়ে আসে এক অজ্ঞাতপরিচয় আততায়ী,তার মুখ ছিলো ঢাকা,কিছু বুঝতে পারার আগেই ওই আততায়ী তাকে ছুড়ি দিয়ে আক্রমণ করে এবং তার শরীরের বিভিন্ন জায়গাতে ছুড়িকাঘাত করতে থাকে।ওই সময় ওইখান দিয়ে যাচ্ছিলেন এক মহিলা আটেডান্ট।তিনি এই দৃশ্য দেখে জোরে চিৎকার করে উঠতে থাকেন।ওই সময় আততায়ী ওই ডাক্তারকে ছেড়ে ওই মহিলা কর্মীকে আক্রমণ করে।তাদের চিৎকারে দৌড়ে আসেন ওই হাসপাতালের অন্যান্য কর্মী এবং ডাক্তারেরা।তখন ওই আততায়ী পালাতে চেষ্টা করলে তাকে ধরে ফেলে ওই হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা।
তাদের জেরা করে জানবার চেষ্টা করা হচ্ছে কি কারনে তারা আক্রমণ করেছিলো।আহত দুজনকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে,তাদের বতর্মান অবস্থা স্থিতিশীল বলে খবর পাওয়া গেছে।পুলিশের অনুমান কোন ব্যক্তিগত কারনেই এই আক্রমণ করা হয়েছে।পুলিশ শেষ খবর পাওয়া পযর্ন্ত তদন্ত করতে নেমেছে।