|
---|
মহিউদ্দীন আহমেদ, সিউড়ী: তিনি নিজেই চোখের চিকিৎসক। আর তার জন্মদিন বলে কথা! অভিনব ভাবে জন্মদিন পালন করলেন সিউড়ীর চক্ষু চিকিৎসক সৌভিক দে। করনা অতিমারির দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকেই সিউড়ীর উপহার নামের একটি সংস্থা চলমান চেম্বার নিয়ে ঘুড়ছে মানুষের দুয়ারে দুয়ারে চিকিৎসা পৌঁছে দিতে। এখন আবার ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্ক ছড়াচ্ছে। তার সঙ্গেও যে কোন রোগে মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছেন ,রোগ লুকিয়ে রাখছেন এই প্রবণতা থেকে চলমান চেম্বার বরাবরই মানুষকে সর্তক করছে। উপহার নামের সংগঠনের সঙ্গে প্রথম থেকেই যুক্ত আছেন চক্ষু পরীক্ষক সৌভিক দে। তিনি শনিবার তার জন্মদিন উপলক্ষে আয়োজন করেছেন বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। চক্ষু পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র সহ চশমা তুলে দেন সাধারন মানুষের হাতে। একইসঙ্গে চেম্বারের মাধ্যমে প্রতিটি মানুষের প্রেসার সুগার তাপমাত্রা অক্সিজেনের পরিমাণ সবকিছুই পরীক্ষা করা হয়। চক্ষু পরীক্ষক সৌভিক দে নিজের জন্মদিন উপলক্ষে খটঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহুলা পাঁচকাঠ গ্রামে বিনামূল্যে শিবিরের আয়োজন করেন। শিবিরে প্রায় ১৫০ জন গরিব মানুষের চক্ষু পরীক্ষা করা হয়েছে। রোগীদের প্রয়োজন মতো তাঁদের চোখের ড্রপ, চশমা এবং দরকারি সকল জিনিসপত্র দেওয়া হয়।