ড. কাফিল খানের মুক্তির দাবিতে আজকেও মুর্শিদাবাদে অবস্থান বিক্ষোভ

 

    আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : কি দোষ করেছিলো ড. কাফিল খান যার জন্য দীর্ঘ কয়েক বছর থেকে ওনার উপর প্রতিনিয়ত নির্যাতন চলছে? শুনুন তাহলে – ২০১৮ সালে সেপ্টেম্বর মাসে উত্তরপ্রদেশের BRD হাসপাতালে প্রতি ৩০ মিনিট একটা করে বাচ্চা মারা যাচ্ছিলো কেনো মারা যাচ্ছিল জানেন, কারণ সেই হাসপাতালে অক্সিজেন ছিল না, অক্সিজেন না থাকার কারণ হলো অক্সিজেন সাপ্লায়ারকে ৭০ লক্ষ টাকা দেননি উত্তরপ্রদেশের বিজেপি সরকার অরফে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সময় নিজের টিমকে নিয়ে ৪৮ ঘণ্টা না খেয়ে নিজের যাবতীয় প্রচেষ্টা লাগিয়ে ৩৩০ জন বাচ্চার জীবন বাঁচিয়ে ছিলেন মারা গেছিল ৭০ জন বাচ্চা। ড. কাফিল খানের সেই অবদানের কারণে মুখোশ খুলে যায় যোগী সরকারের সেই থেকে প্রতিনিয়ত নির্যাতন চলছে ড. কাফিল খানের উপর। ওনাকে গ্রেফতার করে দীর্ঘ সময় জেলে রেখেছে ওনার লাইসেন্স বাতিল করেছে তার পরও উনি কেসে জিতেছেন।।

    সেই বিষয় সমাধান হওয়ার পর CAA বিরোধী বিক্ষোভে দিল্লির আলিগর মুসলিম ইউনিভার্সিটিতে নেতৃত্ব দিয়ে ছিলেন ড. কাফিল খান। সরকারের বিরুদ্ধে সবাইকে সজাগ করায় হলো ওনার মূলত অপরাধ যার কারণে পুনরায় ওনাকে দীর্ঘ ৭ মাস জেলে বন্দি রেখেছে কোনো তকম জামিন দেওয়ার পরিকল্পনা নেই। ওনার মুক্তির দাবিতে সোস্যাল মিডিয়াতে দীর্ঘ দিন ধরে প্রতিবাদ প্রদর্শন চলছে শুধু সোস্যাল মিডিয়া নয় বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ চলছে।

    ১৫ তারিখ ওনার শুনানির তারিখ ছিল সেদিনও মুর্শিদাবাদের জঙ্গিপুরে অবস্থান বিক্ষোভ করেছে যুব সমাজ। কিন্তু সেদিনের তারিখ পরিবর্তন করে দেই আদালত, আজকে ওনার শুনানির দিন তাই আজকেও ওনার মুক্তির দাবিতে মুর্শিদাবাদের জঙ্গিপুর দাদা ঠাকুরের মূর্তির সামনে অবস্থান বিক্ষোভ যুব সমাজের।