|
---|
শরিফুল ইসলাম, নতুন গতি :ঈশ্বর সৃষ্টি করেছেন মানুষ l মানুষের তৈরী ধর্ম l তাই ধর্ম নয়, কর্মই মনুষত্বের আসল পরিচয় l সভ্যতার সৃষ্টির পর ধর্মের সঙ্গে মানবতার সংঘাত যখনই দেখা দিয়েছে বার বার মানবতার জয় নিশ্চিত হয়েছে l এবার হিন্দু ধর্মের মৃতপ্রায় এক গৃহবধূর জীবন বাঁচিয়ে আবার সংবাদ শিরোনামে সেই চিরন্তন সত্যের বার্তা দিতেই যেন ঈশ্বরের প্রতিরূপ হয়ে হাজির হলেন ডাক্তার কাফিল খান l
কে এই ডাক্তার কাফিল খান ?গোরক্ষপুর বি.আর.ডি মেডিক্যাল কলেজ হাসপাতাল অক্সিজেন কাণ্ডের জেরে অজস্র শিশু মৃত্যুর ঘটনা ঘটে, সেই সময় ডাক্তার কাফিল নিজের টাকায় বহু শিশুর জীবন বাঁচিয়ে ‘নায়ক’ হতে গিয়ে উত্তরপ্রদেশ যোগী সরকারের রোষানলে সাসপেন্ড হয়ে ছিলেন l এবং দীর্ঘ আইনি লড়াই করে নিজেকে নির্দোষ প্রমান করেন l
জানা যায়, মতিপুরের মাহমুদপুর অঞ্চলের বাসিন্দা রাজেশ রায়ের স্ত্রী সিঁধু রায় শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এদিন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন l
সম্প্রতি বিহারের মোজাফ্ফরপুর ও সংলগ্ন অঞ্চলে এনসেফেলাইটিস রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ডাক্তার কাফিল খান ও তাঁর সঙ্গে ইনসাফ নামে একটি স্বেচ্ছাসেবী মেডিকেলটিম কাজ করছে l
এদিনও, পাশের একটি ক্যাম্প-এ তখন এনসেফেলাইটিস চিকিৎসা ও সচেতনতা নিয়ে বক্তব্য রাখছিলেন ডাক্তার কাফিল খান l রক্তের অভাবে একজন মহিলার মৃত্যু ঘটতে চলেছে শুনেই হাসপাতালে কার্যত ছুটে গিয়ে সেই মৃত্যু পথ যাত্রী রোগীর দেহে রক্ত দান করে তাঁকে বাঁচালেন ডাক্তার কাফিল l
একটানা অসুস্থতার দরুন ওই মহিলার শরীরে রক্তের অভাব ঘটে l ডাক্তার জানিয়ে দেন রোগীর শরীরে দ্রুত রক্তের প্রয়োজন l ব্লাড ব্যাংকের রক্ত মহিলার রক্ত গ্রূপের সঙ্গে না মেলায় পরিবার ভীষণ সমস্যায় পরে l তখন-ই ডাক্তার কাফিল খান মসিহার মতোই এসে পরিবার পাশে দাঁড়ান l নিজের শরীরের রক্ত দিয়ে মহিলাটিকে বিপদ মুক্ত করেন l
এই মুহূর্তে, বিদ্বেষ আর ধর্মীয় মেরুকরণের পরিবেশ কৌশলে তৈরী করে একদল যখন দেশজুড়ে একটি বিশেষ সংখ্যালঘু সম্প্রদায়কে দেশের জনগণের কাছে হেয় আর ভীতি বহুল জাতি হিসাবে চিহ্নিত করে রাজনৌতিক ফায়দা তুলতেই মরিয়া, ঠিক তখনই ক্রীড়া ও চিকিৎসা ব্যবস্থায় শামী ও কাফিলদের সব টুকু উজাড় করে দেওয়ার ঘটনা, মানবতা বিরোধী ওই বিচ্ছিন্নতাবাদীদের গালে যেন জোড়া চওড়া থাপ্পড়, মনে করছেন দেশের সম্প্রীতিপ্রেমী অধিকাংশ মানুষ l