রাজনগরের পাতাডাঙ্গা গ্রামে হাতুড়ে ডাক্তারকে ছুরির কোপ

 

     

    খান আরশাদ, বীরভূম:

    রাজনগরের পাতাডাঙ্গা গ্রামে এক হাতুড়ে ডাক্তারকে ছুরির কোপ বসালো দুষ্কৃতীরা। গুরুতর অবস্থায় আহতকে ভর্তি করা হল সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।

    পরিবার সূত্রে জানা গিয়েছে রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার অন্তর্গত পাতাডাঙ্গা গ্রামের হারুন রশিদ মন্ডল নামে ৫৬ বছর বয়সী এক হাতুড়ে ডাক্তার পাথরচাপুরি গ্রামে তাঁর চেম্বার থেকে নিজের বাড়ি পাতাডাঙ্গা গ্রামে ফেরেন সোমবার রাত্রে এরপর হারুন রশিদ রাত প্রায় এগারোটা নাগাদ তাঁর নিজের বাড়ির ছাদে গেলে সে সময়ই দুষ্কৃতীরা বাইরে থেকে এসে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ। এলোপাথাড়ি ছুরির কোপ বসাতে থাকে তাঁর গায়ে।

    তাঁর চিৎকারে আশেপাশের লোক এসে সেখানে জড়ো হয় এবং তড়িঘড়ি তাঁকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। চন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।