|
---|
বাবলু হাসান লস্কর, সুন্দরবন : সুন্দরবনের বহু অসুস্থ দরিদ্র অসহায় মানুষ রয়েছেন যারা চিকিৎসা পরিষেবা নিতে দূরদূরান্তে যেতে পারছেন না তাদের কথা ভেবেই নন্দকুমারপুর “স্বর্ণলতা সবুজ সেবা সদন” মানুষের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিলো। উল্লেখ্য গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের উদ্যোগে এবং নন্দকুমারপুর সবুজ সংঘের ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। আজকে যারা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের জন্য আসেন প্রত্যেকেই এক্স আর্মী এক্স এয়ার ফোর্স এর ডাক্তার। এই হেল্প সেন্টারে সরকারি স্বাস্থ্য সাথী, আয়ুষ্মান ভারত, থেকে সমস্ত চিকিৎসার ব্যবস্থা আছে। গর্ভবতী মায়েদের সমস্ত রকম চিকিৎসা, চোখের ছানি অপারেশন সহ সমস্ত কিছুর ব্যবস্থা আছে বলে জানান অরুণাভ দাস সবুজ সংঘ ম্যানেজমেন্ট কমিটির সদস্য। এই সমূহ পরিষেবা প্রায় তিন শতাধিক মানুষজন চিকিৎসার আসেন তাদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।